This is just another example of how apple tries to tell you that the only phones that exists on earth are iPhones. Continue reading
Uncategorized
Windows 10 Community Activation @RC
Mozilla is all about a movement that helps you to preserve your rights as a citizen of the Web. Recently with Windows 10, Microsoft made it quite hard to change the browser for some folks. So, Mozilla decided to throw campaign to help them.
Rajshahi College is one of the leading colleges in Rajshahi. On 11th December, 2015 me along with some of my fellow Mozillians, headed for RC to aware them about the importance of their rights as the citizen of the web and help them in case they had any difficulties with the new browser default system.
So, we headed up for the venue at 2:30PM as the event was at 3PM. After reaching the venue we set the banners up and checked the projector and sound system. The participants started to come from around 2:50. Soon, we had our expected number and we started the sessions.
First of all, I talked about Mozilla, why it’s necessary and what could happen if we didn’t have Mozilla around us. I started all the way back from the WWW and Mosaic and talked about how they made the Firefox, that we use now. I talked about the Browser Arm races, Microsoft’s evil moves to lock down the internet and all the good stuffs.
Then I asked them if there was anyone who’s default browser wasn’t Firefox, as expected, a few rose their hands, that was a fun question anyway. But when I asked if anyone of them was having any trouble with making Firefox default on Windows 10, holy, half of them raised their hands! I was quiet astonished at that moment. After hearing their experience personally, I showed them a few videos and blogs that demonstrated the process. We also distributed the copy of latest Firefox through flash drive to them who didn’t use Firefox as their default and asked them to give it a shot.
After these, we asked them a few questions, like, how many steps did it take to make Firefox the default browser, who is the inventor of WWW and many others. Based on this questioning session we gifted Love Mozilla Wristbands to those who could answer the questions correctly.
At last, we distributed the swags, the stickers and buttons and the snacks. This was a really great event, met with a few very wise and passionate men.
This event was a real blast. We opted for 60-80 people join us but 120 people joined. Though we’re not prepared for such a high number, with the help of mighty Allah, we could handle the crowd. Yet, this is the biggest Mozilla Event in Rajshahi.
PS: For my real slow net connection, I could not attach any photos to this post, but if you want, you can see them all from here.
Windows 10 community activation @RU
Mozilla is all about a movement that helps you to preserve your rights as a citizen of the Web. Recently with Windows 10, Microsoft made it quite hard to change the browser for some folks. So, Mozilla decided to throw campaign to help them.
Rajshahi University is one of the leading universities in Bangladesh. On 9th November, 2015 me along with some of my fellow Mozillians, headed for RU to aware them about the importance of their rights as the citizen of the web and help them in case they had any difficulties with the new browser default system.
So, we headed up for the venue at 2:30PM as the event was at 3PM. After reaching the venue we set the banners up and checked the projector and sound system. The participants started to come from around 2:50. Soon, we had our expected number and we started the sessions.
First of all, I talked about Mozilla, why it’s necessary and what could happen if we didn’t have Mozilla around us. I started all the way back from the WWW and Mosaic and talked about how they made the Firefox, that we use now. I talked about the Browser Arm races, Microsoft’s evil moves to lock down the internet and all the good stuffs.
Then I asked them if there was anyone who’s default browser wasn’t Firefox, as expected, a few rose their hands, that was a fun question anyway. But when I asked if anyone of them was having any trouble with making Firefox default on Windows 10, holy, half of them raised their hands! I was quiet astonished at that moment. After hearing their experience personally, I showed them a few videos and blogs that demonstrated the process. We also distributed the copy of latest Firefox through flash drive to them who didn’t use Firefox as their default and asked them to give it a shot.
After these, we asked them a few questions, like, how many steps did it take to make Firefox the default browser, who is the inventor of WWW and many others. Based on this questioning session we gifted Love Mozilla Wristbands to those who could answer the questions correctly.
At last, we distributed the swags, the stickers and buttons and the snacks. This was a really great event, met with a few very wise and passionate men.
PS: For my real slow net connection, I could not attach any photos to this post, but if you want, you can see them all from here
AppTrain VU
With the release of Firefox OS, Web App gained a new identity. Firefox OS gave Web App the honor of being able to talk with the hardware and be native apps. In general, Web Apps in Firefox OS is no different than your regular HTML5+CSS+JS built Web Apps but why special training? Well, when you’re making an app for a hand held device which can do more than just displaying a few information, you’ll need a way to communicate with the device hardware to tell it to vibrate, ring, access microphone and other crazy stuff. To do these awesome things, you’ll need something we call APIs. Mozilla has worked really hard to create some Web APIs and Firefox OS Specific APIs. People generally don’t know these APIs and they may know how to code HTML and CSS but a great part of the App is the manifest file which is OS specific. Teaching people how to write a badass manifest file is the primary object of these training.
On September 09, 2015, I along with my fellow mozillians payed a visit to Varendra University Rajshahi to introduce them Web Apps for Firefox OS.
The event was at 9AM but we reached there at 9AM, we’re lazy. Then after setting up the awesome banners and testing out the projector and sound system, we were good to go at around 9:30AM. But we’d to wait for a few more attendee. We, eventually, started at 9:45.
First, I talked about Web Apps in general, why we need them, how we’re surrounded by them and why they are important for a healthy application ecosystem.
Then, I started diving into developing Web Apps for Firefox OS. First I showed them how the WebIDE can help them and what the interface looks like. After that we together created the very first manifest file.
After the manifest file, they went brainstorming so that they could create something that they. Many of them came with awesome ideas but only a few could be done on spot. A group created a demo app for managing classes. Bravo!
Then we had our lunch.
After lunch, the participants did some practice on what they learned and then we started talking about APIs and why they’re a big deal.
After messing around APIs a little bit and installing apps on device just for fun, we started the Q/A session. The participants really had a few awesome questions.
Last but not least, this event really went well and I’m thinking to re visit them soon enough.
Webmaker Kiosk at BIW2015, Rajshahi
[[Disclaimer: This blog is written for those who can not wait to know how the event went. This contain no photos, as I don’t have them right now and barely contains any link. To see the final version, you have to wait a few days.]]
Bangladesh is a developing country. The current Government has promised the nation to present a fully digital country by 2021. This is currently buzzed as Vision 2021. To materialize this vision of a digital country, the government is greatly focusing on ITC development by opening various portal for public service and encouraging various types of e-commerce. To support and let people know about these services they could avail through the Internet (web) a fair was held at Nankin Bazar, Rajshahi on 9th September, 2015 as a part of the Bangladesh Internet Week celebration.
Mozilla has been developing tools to help people surf and use the web safely. But, in recent years it has focused on sharing and making on the web. In 2015, Mozilla has introduced a new Android application named Webmaker, which focuses on content sharing on the web, without any prior knowledge of programming or web page generating. The whole app works with simple touch gestures and drag ‘n drop. So, it’s pretty easy to use and almost everyone can use it.
A few days ago, Mahay Alam Khan Bhai and Belayet Bhai open called for volunteers to help in the kiosks around the country. From their tweets and Facebook posts, I came to know about this opportunity. Then, they organized us, and provided us with necessary tools. They also tried really hard to get the kiosks for the demonstration purpose. Luckily, we could manage a Kiosk for demonstrating the Webmaker App in BIW2015 Rajshahi.
Me and Papun bhai, reached the venue at around 9AM, while we were on the way, we thought we’d be late but it surprised us when we reached the venue we were the early birds. After finding our kiosk we were disappointed to see that, our kiosk had a misspelled tag, written “Mozila” on it. So, without any delay we called the authorities and I gave them a paper with the correct spelling. Then, I unwrapped the banners and started planning where to put all the banners and other stuff. After finding the sweet spot, I held the banners in position and Papun bhai secured them with tapes. After all banners were secured, we started counting and arranging our swags, stickers and pamphlets. Luckily by that time they had swapped the misspelled tag with the correct one.
At around 10 AM Istiaque bhai joned the party! By the time he joined us, all the exhibitors and other participants were called outside to witness the grand opening of BIW 2015 Rajshahi. There
Zunaid Ahmed Palak, Ministry of Post, Telecommunications & Information Technology, gave inspiring speech and lots of other thing.
At around 11AM, we got back to our Kiosk, this time with our Photographer Tumon bhai, his friend Fuad and another Mozillian Robin.
The stream of visitors were attracted to our kiosk as it was the first kiosk. So, God, we had to deal with a lot of people, a lot. From the very beginning our kiosk was almost full every minute. We had Six volunteers for demonstration and I don’t remember if I saw them sitting or being idle for a single minute. We were asking everyone to get their phone out and download the app then we encouraged them to open an account and made them familiar with the concept and idea behind Webmaker. Actually, I got a few interesting visitors, who wanted to go deep and I had to talk with them over 5 minutes. They asked about, how Webmaker is different from other online content sharing platforms like WordPress and Blogger. And many others wanted to know how to share, who can visit their makes, to whom these are visible, will their name will be removed if someone remixes their makes and tons of other interesting questions. We were giving away, awesome Webmaker stickers, whoever downloaded the app at our kiosk or could show the app installed in their phone! It was Awesome that, I was lucky enough that, one visitor, met me outside, after the fair, and showed me his first project, which were basically selfies with his buddies. The booth was so busy that our Photographer Tumon bhai actually got tired. So, I asked for his camera and told him to demonstrate the App while I took the Photos. The people who knew me and visited the fair cut jokes on me saying, “Hey, Mahir, from Developer to Photographer? What’s wrong with you man?”, I just smiled as I literary didn’t have anytime to talk with them unless they were the visitors of our kiosk.
At around, 1:30PM, We decided to split up for lunch and four of us, including me went for the lunch, while the others remained at the kiosk to demonstrate and welcome visitors. When we returned, the other party went for lunch. Surprisingly, they were able to attend 10 visitors by the time we were at lunch!
The event ended at 4PM, after rolling up everything, we headed for our home at 5PM with no energy left.
This event was great! With events like this, we can get into the mainstream lot easier. I think we should participate these kinds of events every time we get chance!
MozCafe, #FoxYeah -Rajshahi
Every company or organization wants it’s products to be used by thousands of people. Mozilla is no exception. Thousands of people use their flagship product, Firefox Web Browser but in the journey it has changed a lot since it’s release. Dozens of features like “Reader View”, “Hello” have been added to make it more useful and friendly. But, it is true that only a few people knows and uses the new cutting edge features. So, Mozilla asked it’s volunteers from all over the globe to call in people and while chatting with them, let them know about the ever improving Firefox browser. Mozilla code named this campaign #FoxYeah
As a part of #FoxYeah campaign, MozCafes were done all over the world. When I came to know about this initiative, I reached out the man who was in-charge and discussed about arranging a event in Rajshahi. It was scheduled on 10th July at 6 PM. On the day, I along with Abdullah-Al-Mamun and Rownak Rehan Chowdhury started for the venue at 5 PM on a Rickshaw.
Reaching the venue, F&F Live Restaurant, we started decorating the place with banners, placards and other things as well.
After being done with the decoration, we had some free time and we took some photographs.
After a few moments the guests started coming and we got ourselves busy with the serious talking.
After we’d met all the people we started talking about “why” actually we called the people. Saud vi stood up and started all the formal talk, yeah, he was formal -_-
After him, I started talking about why the existence of Firefox was ever important. I also asked why they use or don’t use Firefox and found some good points.
Then people were dived into groups to have a slight brainstorm regarding promoting Firefox more efficiently as a MozCafe to promote Firefox is not always an efficient way.
After this session we had the food and then we took some photographs in front of the banner.
You can find more photographs here.
মেকারপার্টি, চাঁপাইনবাবগঞ্জ
১৫ জুলাই হতে ১৫ সেপ্টেম্বর এ বছরের মেকারপার্টি সীজন। তাই ফেসবুক আর টুইটার জুড়ে শুধুই মেকারপার্টি আর মেকারপার্টি! আরেক কথায় আকাশে বাতাসে মেকারপার্টি!!!
প্রথমেই মেকারপার্টি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলে নি, মেকারপার্টি মূলত ওয়েবমেকারদের মিলন মেলা। মেকারপার্টিতে ওয়েবমেকারগণ একত্রিত হন এবং সম্মিলিত প্রচেষ্টায় অসাধারন কিছু কন্টেন্ট ওয়েবে তৈরী করেন। ওয়েবে কন্টেন্ট তৈরীর জন্য বিভিন্ন ব্যাবস্থা থাকলেও মোজিলা তার “ওপেন ওয়েব” ফিলোসফিকে ছড়িয়ে দেবার জন্য ও ওয়েবের খুটিনাটি সকলের কাছে উন্মুক্ত করতে ওয়েবমেকার নামক প্রজেক্ট শুরু করে। মূলত ওয়েবমেকারগণ নানা গুরুত্বপূর্ণ বিষয়াদি তাদের মেক এর মাধ্যমে তুলে ধরেন।
গেল ১৬ জুলাই আমি, হিমু এর সহযোগিতায় তার বাড়িতে একটি মেকারপার্টির আয়োজন করি। আমার মূল উদ্দেশ্য ছিল যারা ওয়েবমেকার সম্পর্কে কিছু জানে না তাদের ওয়েবমেকার ও এর উদ্দেশ্য সম্পর্কে জানানো। তাই আমি হিমুর বাড়িতে আমার আরো ৯ জন বন্ধুকে মেকার পার্টির জন্য আমন্ত্রন জানাই। এরা ছিল ওয়েব সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ তাই আমার করা প্রথম কাজটি ছিল এদের টুলস গুলি সম্পর্কে ধারনা দেয়া। টুলস সম্পর্কে ধারনা দেবার পরে আমি তাদের সামনে ওয়েবমেকার ফিলোসফি গুলি একেএকে তুলে ধরি। তারপর তাদের বুঝিয়ে দেয় যে তারা প্রধানত দুই ধরনের কন্টেন্ট মেক করতে পারে, এক: তথ্য শেয়ার করার জন্য আর দুই: বিভিন্ন বিষয় শিক্ষা দেবার জন্য। প্রাথমিক এইসব ধারনা দেবার পর তাদের পরিচয় করাই বাংলাদেশী সংষ্কৃতি রক্ষার্থে এবছরের ওয়েবমেকার বাংলাদেশ নির্ধারিত থিম বাংলামেক এর সাথে। এরপর সীমিত সংখ্যক পিসি ও নেটের কারনে মোট ১০ জন নতুন অংশগ্রহন কারীকে আমি ৫ টি আলাদা আলাদা গ্রুপে বিভক্ত করে দেই। এতে যেমন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ভাল কাজ করার সুযোগ পায় তেমনি নেট ও পিসির অভাবটাও পুষিয়ে যায়। টানা আড়াই ঘন্টা গুগলিং, ফটো আপলোডিং, হ্যাকিং, রিমিক্সিং এর পর আমাদের মেকার পার্টি শেষ হয়।
যদিও আমার আশানারূপ মেক পার্টি চলাকালীন তৈরী সম্ভব হয়নি, তারপও আমি এটিকে একটি সফল ইভেন্ট হিসেবে ধরছি, কারন ৫ টি গ্রুপ ৩টি মেক পার্টি চলাকালীন শেষ করেছে, বিভিন্ন সমস্যা থাকা সত্তেও। এছাড়াও, এই ইভেন্টের মাধ্যমে ১০ জন সম্পূর্ণ অনভিজ্ঞদের ওয়েবমেকার নিয়ে ধারণা দেয়া হয়েছে।
চাাঁপাইনবাবগজ্ঞ মেকারপার্টিতে কি কি মেক হয়েছে জানতে এখানে ক্লিক করুন।
মোজট্যুর রাজশাহী, একটি অনন্য অভিজ্ঞতা
মানুষের জীবন অভিজ্ঞতা দিয়েই গড়া। প্রতিনিয়ত মানুষ নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেই চলেছে কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা মানুষের জীবনে একবারই আসে, তার আর কোন দ্বিতীয় সুযোগ থাকে না। জীবনে প্রথম কিছু করলে যেমন কিছু আনন্দ পাওয়া যায় তেমনি করার সময় কাজ করে নতুন কিছু করার উদ্যম সাথে হালকা কিছু ভয়। ঠিক এই রকমই কিছু নতুন পুরাতন অনন্য অভিজ্ঞতা হয় মোজট্যুর রাজশাহীর অংশ হয়ে।
প্রথমেই মোজট্যুর সম্পর্কে কিছু বলে নিতে চাই। মোজিলা একটি অলাভজনক সংস্থা এবং এরা “ওপেন ওয়েব” কে ছড়িয়ে দেবার জন্যে সারা পৃথিবী জুড়ে কিছু অনুষ্ঠানের আয়জোন করে থাকে। যে শহরে অনুষ্ঠান সেখানে যদি ঐরকম একটি অনুষ্ঠান করার মত জনবল না থাকে তাহলে অর্থাৎ বক্তৃতা দেবার জন্যে বা মানুষকে মজিলার উদ্দেশ্য সম্পর্কে অবগত করতে ঐ শহরের বাইরে থেকে কিছু লোক (প্রতিনিধি) পাঠানো হয়ে থাকে। যেমনঃ মোজট্যুর রাজশাহীর জন্যে রাজশাহী শহরের বাইরে থেকে আশিকুর রহমান নূর, রাহিদ হাসান , সাফওয়ান রহমান , রাব্বি হোসেন এবং আমি রাজশাহী যাই এবং অনুষ্ঠানটিতে আমাদের বিভিন্ন সেবা, উদ্দেশ্য তুলে ধরি। এই যে বাইরে থেকে বিভিন্ন মোজিলিয়ানদের একটা নির্দিষ্ট উদ্দেশ্যে অন্য শহরে মোজিলার উদ্দেশ্য ছড়িয়ে দেয়াকেই বলা হয় মোজট্যুর।
মোজট্যুর রাজশাহী শুরু হবার একদিন আগেই অর্থাৎ, ১৬ ই এপ্রিল, আমি রাজশাহীতে গিয়ে পৌছাই এবং সেখানকার স্থানীয় প্রতিনিধি ফরহাদ হোসেন এর সাথে আগামী অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা করি। উল্লেখ্য, আগামী দিন অর্থাৎ ১৭ তারিখ ফরহাদ ভাই এর প্রতিষ্ঠান রাজশাহী পলিটেকনিকে অনুষ্ঠান ছিল তাই আমরা এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করে সব ঠিক করে নেই। বেশ কিছুক্ষন আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু কিছু বিষয়ে একমত হই এবং যে যার বাড়ি চলে যাই।
ঢাকা থেকে আসছিলেন আশিকুর রহমান নূর, রাহিদ হাসান (রবিন) , সাফওয়ান এবং রাব্বি হাসান। তারা ট্রেনে ভ্রমন করছিলেন এবং সকাল প্রায় ৪ টা ৫৫ এর দিকে তারা রাজশাহী এসে পৌছান। তাদের অভ্যর্থনা জানাতে সেইসময়ে স্টেশনে উপস্থিত ছিলেন ফরহাদ ভাই। ফরহাদ ভাই তাদের সাথে করে নিয়ে হোটেলে পৌঁছিয়ে দেন এবং তাদের বিশ্রামের ব্যবস্থা করে দেন। নূর ভাই এর সাথে আমার আগে থেকেই কথা হয়েছিল এবং আমি উনার কথা মত সকাল সাড়ে নয়টায় হোটেলে গিয়ে পৌছাই। আমি প্রথমে রাহিদ ভাইয়াদের রুমে যাই এবং সেখানে রাহিদ ভাইয়া ও রাব্বি ভাইয়ার সাথে কিছুক্ষন আলাপ আলোচনা করি। আমাদের আলোচনায় প্রাধান্য পায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব অনুষ্ঠানে আমরা অংশগ্রহন করব তাদের এবং আমাদের প্রস্তুতি নিয়ে। কিছুক্ষনের মধ্যেই রাহিদ ভাইয়াদের রুমে নূর ভাইয়া ও সাফওয়ান এসে পড়েন। নূর ভাই এসেই প্রথমে ফরহাদ ভাই কে ডাক দিতে বলেন এবং আমি ফরহাদ ভাই কে ফোন দেই, সে তার প্রতিষ্ঠানে প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে জানায় এবং প্রায় ১৫ মিনিট পরে আমাদের সাথে যোগ দেয়। ফরহাদ ভাই এসে পড়ার পর আমরা নাস্তা করার জন্যে বের হই। নাস্তা করার সময় আমাদের সাথে যোগ দেন রায়হান ভাই। নাস্তা করার পর আমরা রাজশাহী পলিটেকনিক এর উদ্দেশ্যে রওনা দেই। হোটেল থেকে পলিটেকনিক এর দুরত্ব ছিল প্রায় ৫ মিনিট।
দিন-১ – রাজশাহী পলিটেকনিক – মজিলা সচেতনা কার্যক্রমঃ
আমরা রাজশাহী পলিটেকনিক পৌঁছে প্রথমেই রাজশাহী পলিটেকনিকের CSE এর প্রধানের সাথে সাক্ষাত করতে যাই। তিনি আমাদের কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন করেন এবং এর পর আমরা পলিটেকনিক প্রধানের সাথে দেখা করতে যাই। তিনি আমাদের প্রোডাক্ট ও সেবা সহ আমাদের কার্যক্রম নিয়ে বেশকিছু প্রশ্ন করেন এবং আমাদের কার্যক্রমে সম্মতি দান পূর্বক আমাদের অনুষ্ঠান স্থলে নিয়ে যেতে ফরহাদ ভাই কে বলেন। ইতমধ্যেই আমাদের সাথে রুয়েটের কিছু মোজিলিয়ান , আশিকুর রহমান অমিত , মোঃ রাশেদুল ইসলাম, আশিকুর রহমান, মাহাবুবুর রহমান মিলন , প্রমি আমিনা নাসরিন যোগ দান করেন।
কিছু সময় পর আমরা অনুষ্ঠান কক্ষে যাই এবং আমাদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে স্থান গ্রহন করি। কিছু সময় পর কোরান তিলাওতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমেই উপস্থাপক একজন শিক্ষককে ভাষন দেবার জন্যে ডাকেন এবং তার ভাষন শুরু হবার পর, মোজিলা বাংলাদেশের পক্ষ থেকে রাহিদ ভাইয়া পরিচিতি ভাষণ দেন। তার ভাষনে তিনি মোজিলার উদেশ্য, কেন মানুষকে মোজিলা তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা উচিৎ, কিভাবে তারা কাজ করতে পারেন ইত্যাদি বিষয় তুলে ধরেন। অতঃপর আমার জন্যে সব থেকে ভয়ের সময় আসে, স্টেজ থেকে ডাক আসে , “মাহির চৌধূরী আসছেন WebMaker নিয়ে কথা বলতে…..” আমি অনেকটা ভীত ভাবেই স্টেজে যাই। ভীত ছিলাম কারন সেইদিন সকাল পর্যন্ত আমি জানি না যে আমাকে WebMaker নিয়ে কথা বলতে হবে। আমি স্টেজে যাবার পরেই স্বাভাবিক কারনেই টেকনিক্যাল দিকে বেশী ঝোক দিলে নূর ভাই আমাকে ইশারায় তা করতে নিষেধ করেন এবং আমি জেনারেল ভাবে WebMaker এর দরকারী দিক গুলি তুলে ধরি। আমার পর স্টেজে সাফওয়ান আসে এবং SuMo নিয়ে কথা বলে।
এর পরে প্রমি আপু, WoMoz নিয়ে কিছু কথা বলেন। সবার শেষে আসেন নূর ভাই, তিনি উপস্থিত ব্যক্তি দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শেষ মুহুর্তে সাফওয়ান সোয়াগ ( স্টিকার এবং ব্যাজ) বিতরন করে। অনুষ্ঠান শেষে নূর ভাই ফরহাদ ভাই এর বন্ধুদের নিয়ে লোকাল ক্লাব গড়ে দেন। এরপর আমরা হোটেলে ফিরে আসি।
এইভাবেই শেষ হয় মোজট্যুর রাজশাহীর প্রথম দিন…..
স্মরনীয় এই দিনের কিছু ছবি দেখুন, এখানে।
আগামীতে RUET App Train Day সম্পর্কে লিখব, ইনশাল্লাহ।
ফায়ারফক্সে এ ভাঙ্গা বাংলা ফন্ট হতে মুক্তি
সালাম, আনেকেরই বিভিন্ন কারনে ফায়ারফক্স বা অনান্য ব্রাউজারে বাংলা ফন্ট ভেঙ্গে যায়। উইন্ডোজে সাধারনত অভ্র ইন্সটল বা আপগ্রেড করা ছাড়াও বিভিন্ন কারনে ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে। অনেক লিনাক্স ভ্যারিয়েন্টেও এই সমস্যা দেখা যায়। সাধারনত ব্রাউজার নতুন ভাবে ইন্সটল করা বাংলা ফন্ট ঠিকমত চিনতে পারে না বলে এমনটা হয়ে থাকে। এটা ব্যবহারকারীর না ফন্ট এরই ত্রুটি(বাগ)বলা চলে। এই ধরেন সমস্যার সমাধান হচ্ছে ম্যানুয়্যালি ব্রাউজার কে আপনার পছন্দের বাংলা ফন্ট টি চিনিয়ে দেয়া। এর জন্যে নীচের ধাপ গুলি অনুসরন করুনঃ
১। প্রথমে ফায়ারফক্স চালু করে Options এ যান এবং Content ট্যাব সিলেক্ট করুন।
২। ট্যাবে থাকা একমাত্র Advanced অপশানটি সিলেক্ট করুন।
৩।অতঃপর Fonts for থেকে Bengali নির্বাচন করুন। এবং বাকি অংশ গুলো নিচের ছবির মত করুন।
উলেখ্যঃ আমি কালপুরুষ ফন্ট ব্যাবহার করেছি, আপনি আপনার পছন্দের ফন্ট ব্যবহার করতে পারেন। তবে Proportional অংশে Serif অপরিবর্তিত রাখবেন।
এই নিয়মটি আমার নিজের প্রায় সকল মেশিনে এবং কিছু বন্ধুর মেশিন(পিসি) এ কাজ করেছে। আপনার কোন অসুবিধা হলে জানাবেন।
Mozilla awareness campaign in Chapainawabganj
In my last post I’ve said that I was talking with Noor vi for a Webmaker event in my school, Horimohan Govt. High School. But I didn’t even know when Noor vi contacted with Istiaque, a Mozillian, and organized an event of awareness campaign in Imperial Polytechnic Institute,one of the leading privet polytechnic institutes here.
Istiaque vi was in-charge of getting the permission from the Imperial authority while I’d to manage my school’s authority. Noor vi sent us the applications for asking for the permission and fixed 28 and 29 August for the events. We talked with the authorities and managed them to agree with our proposed date.
Noor vi and OS shuvo vi, the Mozillians who would attend the event, reached Chapainawabganj on 28 Aug @6 AM. They stayed @Hotel Al-Nahid. The hotel and the venue of first event was in 2minutes distance.
The first event was @2pm. Noor vi and OS Shubho vi were tired so they rested in the hotel while Istiaque vi managed the banner and stage setup at the first venue, Imperial. At around 1pm Istiaque vi called me hurriedly and asked to join them immediately @hotel. So I did so. When I reached Noor vi was busy in finalizing his presentation with Popcornmaker. After sometimes Istiaque vi reminded me of calling Aminul vi. So I phoned him and asked to join us. In a short time He joined us too. Then came Jibon vi and his friend. We cut joke at Jibon vi as he mixed Firefox OS with Android! For around half an hour we had a lot of fun. Soon we realized that we were late for the event as it was already 2. We left the hotel for the venue but we were empty stomached! We hadn’t eaten our lunch!
We reached the venue and the people there introduced us with their students. Then Noor vi gave a short entry and started playing the movie “code_rush” and went to eat 😛
After sometimes the team came back and Noor vi started talking full-on!! He covered a wide area. Starting from Mozilla products to how Mozilla works and why. When Noor vi talked about the products of Mozilla, we found that many of them only thought that Mozilla only markets Firefox Browser. From Noor vi’s speech they came to know about Persona, Thunderbird and Firefox OS. Noor vi made them aware of their “rights” to the web and made some privacy concerns clear. Noor vi also mad ethe point clear that how Mozilla helps the web to be a better place and why they should contribute to Mozilla and help to do the good stuff faster. Some of the people listening to Noor vi were confused about how Mozilla manage to run the whole company and what is the fund source of Mozilla. Noor vi cleared how Mozilla earns and why we should work for Mozilla claiming no fees. Then he showed the real power of HTML, the mighty Firefox OS installed in Keon. People got interested in that phone so much because even though it’d a small amount of memory it rocked! Specially, Aminul vi liked it. Noor vi talked and answered many questions. Then Shubho vi went on stage and detailed localizaton. He described why we should work in the localization sector and how to work in there. After Shubho vi’s speech Istiaque vi explained how add-ons can be used to make life easier. Then we distributed mozilla stickers and the Imperial authority distributed snaks. After taking a group photo the event was over.
You guys maybe wondering where was I all the time??? Okay, I was behind the camera taking snaps through the event. 😀
Now the best part: You all may know that 28 August was a public holiday and students become lazy on holidays. So how we managed to organize the event? Well, thanks goes to Istiaque vi. He made the Imperial authority to phone students and ask them to join the event 🙂 because it was the authority’s fault taht they didn’t mentioned the holiday.