সালাম, আনেকেরই বিভিন্ন কারনে ফায়ারফক্স বা অনান্য ব্রাউজারে বাংলা ফন্ট ভেঙ্গে যায়। উইন্ডোজে সাধারনত অভ্র ইন্সটল বা আপগ্রেড করা ছাড়াও বিভিন্ন কারনে ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে। অনেক লিনাক্স ভ্যারিয়েন্টেও এই সমস্যা দেখা যায়। সাধারনত ব্রাউজার নতুন ভাবে ইন্সটল করা বাংলা ফন্ট ঠিকমত চিনতে পারে না বলে এমনটা হয়ে থাকে। এটা ব্যবহারকারীর না ফন্ট এরই ত্রুটি(বাগ)বলা চলে। এই ধরেন সমস্যার সমাধান হচ্ছে ম্যানুয়্যালি ব্রাউজার কে আপনার পছন্দের বাংলা ফন্ট টি চিনিয়ে দেয়া। এর জন্যে নীচের ধাপ গুলি অনুসরন করুনঃ
১। প্রথমে ফায়ারফক্স চালু করে Options এ যান এবং Content ট্যাব সিলেক্ট করুন।
২। ট্যাবে থাকা একমাত্র Advanced অপশানটি সিলেক্ট করুন।
৩।অতঃপর Fonts for থেকে Bengali নির্বাচন করুন। এবং বাকি অংশ গুলো নিচের ছবির মত করুন।
উলেখ্যঃ আমি কালপুরুষ ফন্ট ব্যাবহার করেছি, আপনি আপনার পছন্দের ফন্ট ব্যবহার করতে পারেন। তবে Proportional অংশে Serif অপরিবর্তিত রাখবেন।
এই নিয়মটি আমার নিজের প্রায় সকল মেশিনে এবং কিছু বন্ধুর মেশিন(পিসি) এ কাজ করেছে। আপনার কোন অসুবিধা হলে জানাবেন।
KaJ HOI NA
কাজ করতে জানলেই হবে
আর তোমার দ্বারা কাজ হওয়া এমনিই মুশকিল
So you changed all the font-type when bangla is only compatible with sans-serif? whats the point?
I found that most of the time when Bangla font broke on my device it was because of the lag of compatibility with sans, if any one got other problem, they can try different family.
অসংখ্য ধন্যবাদ,, কাজ করেছে
আপনার কাজে আসতে পেরেছি জানতে পেরে আমি আনন্দিত। 🙂