ফায়ারফক্সে এ ভাঙ্গা বাংলা ফন্ট হতে মুক্তি

সালাম, আনেকেরই বিভিন্ন কারনে ফায়ারফক্স বা অনান্য ব্রাউজারে বাংলা ফন্ট ভেঙ্গে যায়। উইন্ডোজে সাধারনত অভ্র ইন্সটল বা আপগ্রেড করা ছাড়াও বিভিন্ন কারনে ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে। অনেক লিনাক্স ভ্যারিয়েন্টেও এই সমস্যা দেখা যায়। সাধারনত ব্রাউজার নতুন ভাবে ইন্সটল করা বাংলা ফন্ট ঠিকমত চিনতে পারে না বলে এমনটা হয়ে থাকে। এটা ব্যবহারকারীর না ফন্ট এরই ত্রুটি(বাগ)বলা চলে। এই ধরেন সমস্যার সমাধান হচ্ছে ম্যানুয়্যালি ব্রাউজার কে আপনার পছন্দের বাংলা ফন্ট টি চিনিয়ে দেয়া। এর জন্যে নীচের ধাপ গুলি অনুসরন করুনঃ

১। প্রথমে ফায়ারফক্স চালু করে Options এ যান এবং Content ট্যাব সিলেক্ট করুন।

২। ট্যাবে থাকা একমাত্র Advanced অপশানটি সিলেক্ট করুন।

oen

৩।অতঃপর Fonts for  থেকে  Bengali নির্বাচন করুন। এবং বাকি অংশ গুলো নিচের ছবির মত করুন।

two

উলেখ্যঃ আমি কালপুরুষ ফন্ট ব্যাবহার করেছি, আপনি আপনার পছন্দের ফন্ট ব্যবহার করতে পারেন। তবে Proportional  অংশে Serif অপরিবর্তিত রাখবেন।

 

এই নিয়মটি আমার নিজের প্রায় সকল মেশিনে এবং কিছু বন্ধুর মেশিন(পিসি) এ কাজ করেছে। আপনার কোন অসুবিধা হলে জানাবেন।